বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে ফুটবল দল

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৫   ০২:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশে অনুশীলনের পর এবার কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় চার দিনের প্রস্তুতি শেষ করেছে ফুটবল দল। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আসল প্রস্তুতি নিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছে জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সেখানে গিয়ে দু-একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। ১৭ মার্চ সৌদি আরব থেকে ঢাকায় ফেরার কথা লাল-সবুজের দলটির। এর পর ২০ মার্চ শিলংয়ে ওড়াল দেবে পুরো দল। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বড় আকর্ষণ হামজা চৌধুরী। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা এ ফুটবলার ১৭ মার্চ বাংলাদেশে আসবেন। সেদিন সরাসরি সিলেটের হবিগঞ্জে তাঁর পৈতৃক নিবাসে এক দিন থাকতে চান তিনি। পরদিন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ডিফেন্ডারের আগমন নিয়ে বেশ কয়েক দিন ধরেই কাজ করছে বাফুফে।

লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা হামজার ম্যাচ দেখার জন্য তাঁর পুরো পরিবারই শিলংয়ের গ্যালারিতে থাকবেন বলে জানা গেছে। এদিকে ভিসা জটিলতায় এক ফুটবলার রেখে সৌদি রওনা হয়েছে। ভিসা জটিলতায় দলের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া দলের সঙ্গী হতে পারেননি। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘বিমান কর্তৃপক্ষ রহমতের জন্য বোর্ডিংয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। ফেডারেশন সকাল থেকে সৌদিতে ভিসার জন্য যোগাযোগ করছিল। বোর্ডিং ও অন্য আনুষ্ঠানিকতা শেষে যখন ফ্লাইটে উঠার অপেক্ষায়। তখন রহমতের ভিসা আসে। সেই সময় আসলে বোর্ডিং করানো সম্ভব হয়নি।’

ভারত ম্যাচের জন্য স্প্যানিশ কোচ ক্যাবরেরা ৩০ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে কাজ করছেন। দুই প্রবাসী ফুটবলার হামজা ও ফাহমিদুল ছাড়া ২৮ জন ঢাকায় গত চার দিন অনুশীলন করেছেন। এদের মধ্যে রহমত ছাড়া সবাই সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বৃহস্পতিবারের মধ্যেই রহমতকে সৌদি পাঠাবেন বলে জানিয়েছেন। সৌদি ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলের ভিসার ব্যবস্থা করেছে। এদিন ফ্লাইট হলেও কোচিং স্টাফের একজন ও কয়েকজন ফুটবলারের ভিসা অনিশ্চয়তা ছিল। নানা যোগাযোগের পর সকাল পর্যন্ত রহমত ছাড়া অন্যদের ভিসা হয়। রহমতের ভিসাও শেষ পর্যন্ত হলেও দলের সঙ্গী হতে পারলেন না। এ নিয়ে ম্যানেজার আমের খান বলেন, ‘সৌদিই ফেডারেশনই বিগত সময় বাংলাদেশ দলের ভিসা করে দিয়েছে এবারও। আমাদের ফেডারেশন এই বিষয়ে প্রতিনিয়ত তাগিদ দিলেও এটি তো তাদের হাতেই। মুলত রমজান মাসে তাদের কর্মঘণ্টাও ভিন্ন।’

যে কোন খেলায়ই বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বিশেষ কিছু। ক্রিকেট উন্মাদনাটা একটু বেশি হলেও ফুটবলেও কিন্তু কম নয়। এবার তেমনি উত্তেজনাকর ম্যাচের অপেক্ষা করছে পদ্মা আর গঙ্গা পাড়ের মানুষরা। ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচ ছাপিয়ে যে নামটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হামজা চৌধুরীর। ইংলিশ লিগ খেলা এই ব্রিটিশ-বাংলাদেশি খেলোয়াড়ের দিকেই রয়েছে সবার নজর। হামজাকে দক্ষিন এশিয়ার সেরা খেলোয়াড় ঘোষনা করে পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরতে চান জামাল ভুইয়া। বাংলাদেশের জন্য এই ম্যাচটি তাই বিশেষ কিছু। লাল-সবুজ ফুটবলে বাকবদল করে দিতে পারে এই একটি ম্যাচ। পাশাপাশি তাহমিদুল ইসলাম নামের আরেক প্রবাসী ফুটবলারকেও দেখা যেতে পারে লাল সবুজ স্কোয়াডে। বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচকে পাখির চোঁখ রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভাপতি হিসেবে প্রথমবার ভারতের বিপক্ষে ম্যাচ জিতে সামনে তাকাতে চান। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ জিতে হামজা-ফাহমেদুলের অভিষেককে স্বরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। লিগ ও ফেডারেশন কাপে ৯ গোল করে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া আল আমিন ও আরিফ হোসেনকে নিয়েও বাড়তি প্রত্যাশা কোচ কাবরেরার কণ্ঠে। 
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন