২৪ঘণ্টা অনলাইন : শুরুটা খারাপ হয়নি। কিন্তু ৫০ পেরেনোর পরই যতো গণ্ডগোল। ইয়াং ২৩ বলে দুই চারে করেন ১৫ রান করে ফিরে গেছেন। ৮ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৫৮। কিন্তু তারপর একটি ছোট ঝড়ে চলে গেছেন রাভিন্দ্রার পর উইলিয়ামসনও। তাতে বেশ চাপে পড়েছে নিউজিল্যান্ড। ২১ ওভারে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১০০ রান ছুঁয়েছে নিউজিল্যান্ড। ক্রিজে ড্যারিল মিচেলের সঙ্গী টম ল্যাথাম।
দুই ওপেনারের ব্যাটে ফাইনালে ভালো শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার পেস তারা সামাল দিয়েছে খুব ভালোভাবে। ৫ ওভারে নিউজিল্যান্ডের রান বিনা উইকেটে ৩৭। ১৪ বলে চারটি চার এক ছক্কায় ২৫ রানে খেলছেন রাভিন্দ্রা। এক চারে ১৬ বলে ১০ রানে খেলছেন ইয়াং। প্রথম ৩ ওভারে এসেছিল ১০ রান। পান্ডিয়ার ওভারে এক ছক্কা ও দুই চারে ১৬ রান নিয়ে ডানা মেলেন রাভিন্দ্রা। পরের ওভারে শামিকে পরপর দুই বলে চার মেরে নেন ১১ রান।
ঘরের ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালের পর ওয়ানডেতে টস জেতেননি রোহিত শার্মা। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালসহ টানা ১২ ম্যাচে টস হারলেন তিনি। ওয়ানডেতে এটিই কোনো অধিনায়কের টানা টস হারের রেকর্ড। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালে মে পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টস জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।
এছাড়া দল হিসেবে টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত। রোহিতের ১২ ম্যাচ ছাড়া অন্য তিন ম্যাচের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। সেমি-ফাইনালের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ভারত। আগের মতোই চার স্পিনার ও এক পেসার নিয়ে নামছে তারা। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া।
কাঁধের চোটে ফাইনাল থেকে ছিটকেই গেলেন ম্যাট হেনরি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন কিউই পেসার। হেনরির জায়গায় একাদশে ফিরেছেন ন্যাথান স্মিথ। ফলে আগের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে নামছে নিউ জিল্যান্ড। এছাড়া দলের প্রয়োজনে রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।
আরও একবার টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। কয়েনভাগ্য পাশে পেয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। এ নিয়ে টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত। আর টানা ১২ টস হেরে ব্রায়ান লারার পাশে বসলেন রোহিত।
ভারত একাদশ : রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, ভারুন চক্রবর্তী, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ শামি।
নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, কাইল জেমিসন, উইল ও’রোক।
২৪ঘণ্টা/আসো