শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়নন্স ট্রফির প্রস্তুতি শুরু : ব্যাটিং কোচ সালাউদ্দিন

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫   ০৫:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর দু’দিনের মধ্যেই আবার শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাফল্য-ব্যর্থতাকে ভুলে গিয়ে এবার ৫০ ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ ফিল সিমন্সের নেতৃত্বে। সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও রয়েছে। এই কোচ প্রথম দিনেই মোস্তাফিজকে নিয়ে বিশেষ কাজ করতে দেখা গেছে জাতীয় দলের কোচকে। সবশেষ গেল বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে ছিলেন না ব্যাটিং কোচ ডেভিড হেম্প। যে কারণে পুরো সফরে ব্যাটিংয়ের দেখভাল করেছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশি এই কোচ দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচের। বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন হেম্প। ২০২৪ সালের ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দেখতে সিলেটে গিয়েছিলেন তিনি। এরপর থেকে ছুটিতে রয়েছেন হেম্প।

তবে কবে নাগাদ আবার বাংলাদেশে আসবেন সেটি অবশ্য জানা যায়নি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন না তিনি। মূলত জাতীয় দলের হয়ে হেম্পের পারফর্মম্যান্সে মোটেও খুশি নয় বিসিবি। যে কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত হেম্পের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। সেক্ষেত্রে জাতীয় দলের সঙ্গে যুক্ত না হলে তার আগের জায়গা হাই পারফর্মম্যান্স ইউনিটে দেখা যেতে পারে। সেখানে দেখা যেতে পারে কবে নাগাদ সেটাও অবশ্য জানা যায়নি। এদিকে মোস্তাফিজুর রহমানদের চিন্তায় মাঝের ওভারগুলো। বিপিএল শেষে শেরেবাংলা স্টেডিয়াম যেন ভাঙা হাট। বাংলাদেশ দলের অবশ্য বিপিএল নিয়ে পড়ে থাকার সুযোগ নেই খুব একটা, ভাবনাজুড়ে তাদের চ্যাম্পিয়নস ট্রফি।

আগামী বৃহস্পতিবার রাতে দুবাই রওনা দেওয়ার আগে মিরপুরে পাঁচ দিনের ‘রুদ্ধদ্বার’ অনুশীলন ক্যাম্পে প্রস্তুতি শুরু করেছেন নাজমুল হোসেন শান্তর দল। গত মাসের শেষ দিকে ঢাকায় এসেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন শান্ত-জাকের আলী অনিকদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন আরও আগে। বিপিএল ফাইনাল শেষে শনিবার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারকে নিয়ে পুরোদমে কাজ শুরু করেছেন সিমন্স-সালাহ উদ্দিন। জাতীয় দলের এই বিশেষ প্রস্তুতি ক্যাম্পে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিপিএল ফাইনাল খেলায় অনুশীলনের দলে ছিলেন না তাওহীদ হৃদয়। বিপিএল ফাইনালে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলা পারভেজ হোসেন ইমনও প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। বিকেএসপিতে ছিলেন এক পুনর্মিলনী অনুষ্ঠানে। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থাকা কয়েকজন ক্রিকেটারকেও অনুশীলনে দেখা গেছে।

যার মধ্যে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী অনুশীলন করছেন জাতীয় দলের সঙ্গে। নেট বোলার হিসেবে দলের প্রস্তুতিতে সহায়তা করছেন তাঁরা। দলীয় সূত্র জানিয়েছে, ফিটনেস ট্রেনিংয়ের পর সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় ঝালিয়ে নিয়েছেন শান্তরা। প্রস্তুতি কার্যক্রম ম্যাচ সিনারিওতে হবে, নাকি সেন্টার উইকেটে, সেটি অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। অনুশীলনে উপস্থিত ছিলেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের। তালহা মূলত তাসকিন, নাহিদ রানা, সাকিব, মোস্তাফিজদের পেস বোলিং আক্রমণকে সহায়তা করতে মিরপুরের অনুশীলনে উপস্থিত থাকছেন। অনুশীলনে মোস্তাফিজুর রহমান-তানজিম সাকিবকে নিয়ে বিশেষভাবে কাজ করতে দেখা গেল তাঁকে। তালহা নিজের কাজ নিয়ে বেশ সন্তুষ্ট। তালহা মনে করেন, আইসিসির রানপ্রসবা উইকেটে ভালো করতে হলে বোলিং বৈচিত্র্য বাড়াতেই হবে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে বোলিংয়ের ভ্যারিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বোলারদের ১০ ওভার বোলিং করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়।

তবে মিরপুরে প্রস্তুতির অংশ হিসেবে শান্তরা নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ আয়োজনের গুঞ্জন থাকলেও বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে আগামী শনিবার দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ দলের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। মূলত বিপিএলে ব্যস্ত সময় পার করা ক্রিকেটাররা ম্যাচ খেলার মধ্যে থাকায় দেশে কোন প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি বলে মনে করা হচ্ছে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন