শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় আজ অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে আজ সিরাজগঞ্জ জেলা ক্রীড়া দপ্তর আয়োজিত অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুরে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান।১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১টি একাডেমির মোট ৮৫ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নজরুল ইসলাম।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন