শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিভাসু ইউনিটের যাত্রা শুরু

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম পরিচালনার জন্য আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ইউনিটের। একুশ সদস্য বিশিষ্ট এই ইউনিটের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)-এর ২৫তম ব্যাচের শিক্ষার্থী মো. তাসফিকুর রহমান। কমিটির মেয়াদ হবে এক বছর।

সিভাসু অডিটোরিয়ামে আজ বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিভাসু ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন