শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত-২

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলা শহরে আজ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পুলিশ সদস্যসহ তিনজন।বুধবার সকাল ১০টায় সড়কের মনুরটেক ও বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন,সকালে জেলা শহরের বাসস্ট্যান্ডের কাছাকাছি মানুরটেক এলাকার বাঁকে পুলিশের রেশনবাহী একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের চাপায় চালক শামসুল আলম (৩৯) ঘটনাস্থলে মারা যান। । তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার  মণ্ডলসেন গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বান্দরবান জেলা পুলিশের রেশন ইনচার্জ ইকবাল হোসেন চৌধুরী।

অপর দিকে বেলা সাড়ে ১১টায় জেলা শহরতলির হলুদিয়ার বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হযেছে । তাঁর নাম মোহাম্মদ হোসেন (৩৫)। তাঁর বাড়ি বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিয়াখোলা গ্রামে। ওই মোটরসাইকেলে নিহত মোহাম্মদ হোসেনসহ তিন যাত্রী ছিলেন। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট থেকে বান্দরবান আসছিলেন। পথে হলুদিয়া এলাকায় তাঁরা দুর্ঘটনায় পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে কেরানীহাটের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে মোটরসাইকেলের চালক মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করেন এবং নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যান। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে এক দিনেই দু’টি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন