শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বসন্ত উৎসবের ছুটিতে চীনা চলচ্চিত্রের নতুন রেকর্ড

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : ২০২৫ সালের বসন্ত উৎসব বা লুনার ফেস্টিভালে ছুটিতে নতুন মাইলফলক অর্জন করেছে চীনের চলচ্চিত্র শিল্প। সম্প্রতি চীনের বক্স অফিসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর সিসিটিভি। চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত বক্স অফিসের আয় হয়েছে পাঁচ দশমিক ৭৫ বিলিয়ন ইউয়ান এবং দুই ফেব্রুয়ারি পর্যন্ত বক্স অফিসের আয় পৌঁছেছে সাত বিলিয়ন ইউয়ানে, যা বসন্ত উৎসবের অতীতের রেকর্ড ভেঙেছে।

বেকনের ডেটা বিশ্লেষক ছেন চিন বলেন, এই বছরের বসন্ত উৎসবের বক্স অফিস কেবল আয়েই নতুন রেকর্ড করবে না, পাশাপাশি দর্শকদের মনও জয় করবে। এ ছাড়া এবারের চলচ্চিত্রগুলোর পরিবেশনা চীনের চলচ্চিত্র বাজারে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। বুধবার চীনের প্রেক্ষাগৃহে ছয়টি চীনা সিনেমা মুক্তি পেয়েছে। কমেডি, অ্যাকশন, মার্শাল আর্টস, সায়েন্স ফিকশন এবং অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার চলচ্চিত্র রয়েছে এবারের ব্লকবাস্টারের তালিকায়।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন