শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ

ইয়ং-লাথামের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দারুণ সূচনা

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৭:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে উইল ইয়ং ও টম লাথামের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে ৩২০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বোলারদের নিয়ে এই ম্যাচে রীতিমতো ছেলেখেলা করেছেন কিউইদের দুই ব্যাটার। শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহরা এই বড় কোনো প্রভাবই রাখতে পারেননি। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল্ম পাকিস্তান। ব্যক্তিগত ১০ রানে আবরার আহমেদের বলে আউট সাইড এজ হয়ে বোল্ড হন কনওয়ে।

এরপর মাত্র ১ রানে উইলিয়ামসনকে ফিরিয়েছেন নাসিম শাহ। তিনিও আউট সাইড এজ হয়ে ধরা পড়েন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। এই দুজনে তৃতীয় উইকেটে গড়েন ৩৩ রানের জুটি। মিচেলকে ব্যক্তিগত ১০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইনজুরি থেকে ফেরা হারিস রউফ। হারিসের শর্ট বলে মিড অনে ধরা পড়েছেন শাহীন শাহ আফ্রিদির হাতে। এরপর সাঁড়াশি আক্রমণ শুরু করেন ইয়ং ও টম লাথাম। ইয়ং ১০৭ বলে তুলে নেন সেঞ্চুরি। 

এই দুজনের জুটি থেকে আসে ১১৮ রান। সেঞ্চুরির পর ইয়ং ফিরলে একপ্রান্ত আগলে রেখে কিউইদের রান বাড়ান লাথাম। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন গ্লেন ফিলিপস। লাথাম সেঞ্চুরি তোলেন ৯৫ বলে। এরপর আরও বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৪৭তম ওভারে আফ্রিদিকে টানা দুই ছক্কা মেরে সেটাই জানান দেন ফিলিপস। পরের ওভারে হারিসের ওপরও চড়াও হন কিউই দুই ব্যাটার। ইনিংসের শেষ ওভারে হারিসের বলে স্কুপ করতে গিয়ে ফিলিপস ব্যক্তিগত ৬১ রানে ক্যাচ দেন শর্ট থার্ড ম্যান অঞ্চলে ফখর জামানের হাতে। অবশ্য ১১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লাথাম।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন