শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ভারত পরীক্ষা দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৭:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয়দিনেই মাঠে নামছে বাংলাদেশ দল। প্রবল প্রতিপক্ষ ভারতকে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অবশ্য ভারতের চেয়ে বেশি প্রশ্ন শুনতে হয়েছে সাকিব আল হাসান ও নাহিদ রানাকে নিয়ে। নড়বড়ে ব্যাটিং যদি বাংলাদেশের বড় দুর্বলতা হয়, তাহলে শক্তির জায়গা বলা যেতে পারে দলের পেস ব্যাটারি। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। সেখানে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকরা। সেখানে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার পেস ব্যাটারী সেনসেশন নাহিদ রানা। গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে টাইগার দলপতিকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারতসহ বিদেশি সাংবাদিকরা। সব প্রশ্নের উত্তরই দিয়েছেন অধিনায়ক শান্ত। নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ’নাহিদ রানা অবশ্যই যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, খেলার সুযোগ পেলে  সেরাটা দেবে বিশ্বাস করি’।

ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বিশেষকিছু। ভারত নিশ্চিত করেই চাইবে ম্যাচটা জিতে আসর শুরু করতে। আর তেমনটা চাইবে বাংলাদেশও। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে টানা ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা। পরে দেখা গিয়েছিল প্রথম দিকের মতো বল হাতে গতি তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে বর্তমানে ঠিক আছেন রানা এমনটাই মনে করেন অধিনায়ক শান্ত। তিনি বলছিলেন, ’রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে’। এদিকে ডানহাতি লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। দলের ক্রিকেটাররা একটি প্রস্তুতি ম্যাচ খেরলেও সেখানে ব্যাটিং ব্যর্থতা প্রকট হয়ে ওঠে। ম্যাচের ফলাফলটা একেবারেই সঙ্গ দেয়নি বাংলাদেশকে। ব্যাট হাতে ব্যর্থতার দিনে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল মাত্র ২০২ রান।

পাকিস্তান শাহীনসদের বিপক্ষে ম্যাচ জিততে বোলারদের করতে হতো দারুণ কিছু। সেটাও করতে পারেনি কোন বোালরই। পাকিস্তান শাহীনসরা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। বল হাতে এদিন কোনো উইকেট না পেলেও রিশাদ হোসেনই ছিলেন বেশি কিপটে। টাইগার এই লিগ স্পিনারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সতীর্থদের রয়েছে অনেক আশা ভরসা। রিশাদকে নিয়ে সম্প্রতি কথা বলেছেন পেসার তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসিকে সাকিব বলেন, ‘আমার মনে হয় রিশাদ হোসেন আমাদের লেগ স্পিনার, অলরাউন্ডার। আমাদের জন্য বড় ভূমিকা রাখবে। সে সবসময় ব্রে থ্রু দেয় এবং ব্যাট হাতে আমাদের প্রয়োজনের সময় রান করেছে।’ সৌম্যর মতে রিস্ট স্পিনার খেলা পরিবর্তন করতে সক্ষম উল্লেখ করে সৌম্য বলেন, ’রিস্ট স্পিনার সবসময়ই গেম চেঞ্জার। তাই আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি’। রিশাদের পারফরম্যান্স নিয়ে দলের অধিনায়ক শান্তও বেশ আশাবাদী, ‘আমি সত্যিই খুব বেশি করে চাই রিশাদকে। রিস্ট স্পিনার, সে যদি ভালো বল করে আমাদের দল ভালো করতে পারে। কারণ, আমরা জানি পাকিস্তানে খুবই ভালো উইকেট থাকে। তো রিস্ট স্পিনার এই টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি রিশাদের পারফরম্যান্সে দিকে তাকিয়ে আছি’।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে হলে যা যা করতে হবে সেটা নিয়ে চলছে বিচার বিশ্লেষন। ২০০৬ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। দুই গ্রুপে ৪টি করে দল খেলে। তার থেকে দুটি করে দল সেমিফাইনালে যাবে। প্রতি ম্যাচ জিতলে দলগুলো পাবে ২ পয়েন্ট করে। ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে, টাই হলে বা পরিত্যক্ত হলে দলগুলো পাবে ১ পয়েন্ট করে। গ্রুপ এ-তে রয়েছে,  ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট সংখ্যা একাধিক দলের সমান হলে প্রথমে দেখা হবে কোন দল বেশি ম্যাচ জিতেছে। এ ক্ষেত্রেও একাধিক দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেট দেখা হবে। উভয় দলের পয়েন্ট এবং রান রেট সমান বলে দেখা হবে সেই দুই দলের মধ্যে হেড টু হেডে কে এগিয়ে। সেমিফাইনালে ওঠার পর এক নম্বর দল মুখোমুখি হবে গ্রুপ-বির দ্বিতীয় দলের সঙ্গে। আর গ্রুপ বির এক নম্বর দল মুখোমুখি হবে গ্রুপ এ-র দ্বিতীয় দলের সঙ্গে। সেমিফাইনাল যদি কোনও কারণে টাই হয়ে যায়, সেক্ষেত্রে সুপার ওভারে নির্ধারিত হবে বিজয়ী দল। 
২৪ঘণ্টা/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন