২৪ঘণ্টা অনলাইন : গোলাপ, জিনিয়া ফুটেছে। চন্দ্রমল্লিকাও সৌন্দর্য বাড়িয়েছে। তবে বসন্তের বাগিচার বাহার বাড়িয়ে তুলতে বেছে নিতে পারেন প্যানজ়ি। লাল, হলুদ, নীল রঙের উজ্জ্বল ফুল, তারই মধ্যে হলুদ, সাদার ছিটে। প্যানজ়ি ফুটে থাকলে দূর থেকে মনে হবে বাগানে যেন ঝাঁকে ঝাঁকে প্রজাপতি এসে বসেছে। ভারতে শীতের মরসুমেই ফোটে ফুল। বসন্ত শেষেও তা রয়ে যায়। ফুল কিছুটা হলেও নির্ভর করে আবহাওয়া, যত্নের উপরে। প্যানজ়ি গাছ কিনলে কী ভাবে তার যত্ন করবেন?
টব এবং মাটি : ৮-১০ ইঞ্চি টব প্যানজ়ির জন্য বেছে নেওয়া চলে। তবে শুরু থেকেই জোর দেওয়া দরকার টবের জল নিষ্কাশনী ব্যবস্থায়। সাধারণ মাটি, কোকো পিট এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হবে। তার সঙ্গে যোগ করতে হবে কিছুটা বালি। বালি থাকলে গাছের গোড়ায় সহজে জল জমবে না। জেড প্ল্যান্টে ফুলও ফোটে! কেমন হয় তা, কখনই বা গাছে ফুল আসে?
জল : মরসুম অনুযায়ী জলের পরিমাণ কম বেশি দিতে হতে পারে । গাছের গোড়ায় জল জমলে ক্ষতি আবার মাটিতে আর্দ্রতাও দরকার। টবের মাটিতে আঙুল ঠেকিয়ে দেখুন, যদি শুকনো মনে হয় তখন জল দিতে হবে।
সূর্যালোক : গাছ একদম ছোট থাকলে চড়া রোদে রাখলে ক্ষতি হবে। তবে চারা বেড়ে উঠলে সূর্যালোক প্রয়োজন। দিনে অন্তত ৬ ঘণ্টা সূর্যের আলোয় রাখা দরকার।
সার : গাছ বেড়ে ওঠার সময় কুঁড়ি এলে ২-৩ সপ্তাহ অন্তর সার প্রয়োগ করা দরকার। জৈব সার প্রয়োগ দিতে পারেন। গাছ সঠিক পুষ্টি পেলে, ফুলও ভাল হবে।
ছাঁটতে হবে : মাঝেমধ্যে শুকনো ফুল, কাণ্ড সঠিক কৌশলে ছেঁটে নেওয়া দরকার। এতে গাছের বৃদ্ধি ভাল হবে, ফুলও বেশি সংখ্যায় ফুটবে।
২৪ঘণ্টা/আসো