শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষ

প্রকাশিত - ১৮ ফেব্রুয়ারি, ২০২৫   ০৬:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধসহ ৪ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিকাল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দেয়। বিকাল ৩টার দিকে শিক্ষার্থীদের এই দাবির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা ঘটে। 

জানা যায়, গত কয়েকদিন ধরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখার দাবিতে স্লোগান দেয়। এসময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের সামনের সড়কে ছড়িয়ে পড়ে। 

শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানানো হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে। এতে বাধা দিলে সাধারণ ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার ৪ দফা দাবি জানিয়ে বিকাল ৫টার মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। 

দাবিগুলো হচ্ছে- কুয়েটে ছাত্ররাজনীতি প্রবেশ করানো ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮ জন ছাত্রকে আজীবন বহিস্কার, কুয়েটে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধকরণ ও শাস্তির বিধান উল্লেখপূর্বক অর্ডিনেন্সে যুক্ত, কুয়েটে রাজনীতি প্রবেশে সহায়তাকারী শিক্ষক কর্মকর্তা কর্মচরিদের শাস্তির আওতায় আনা ও নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসকে সিসি টিভির আওতায় আনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন