২৪ ঘণ্টা অনলাইন : সরকারের প্রতিশ্রুত ৭ দিনের মধ্যে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র কলেজ করতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি- এমন অভিযোগের বিষয়ে আলোচনা করতে এবার ‘আমন্ত্রণপত্র’ নিয়ে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছেন ১১ জন শিক্ষার্থী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তারা কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন।
তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্র তাদের নির্ধারিত এই ৭ দিনে কথা দিয়েও পূর্বের ন্যায় রাখতে ব্যর্থ হয়েছে। কাজেই শিক্ষার্থীরা আরও ৭ দিন সময় দিতে প্রস্তুত। আগামী ৭ দিনের মধ্যেই রাষ্ট্রের দেওয়া প্রতিটি কথা পালনের জন্য সময় এবং সহযোগিতা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত শিক্ষার্থীরাও।
তিনি বলেন, শিক্ষার্থীরা ‘স্বতন্ত্র তিতুমীর কলেজ’ বাস্তবায়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ আগামী ৭ দিনের মধ্যে দেখতে চায়। অন্যথায় ৭ দিনের কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। আমরা মনে করি, এই সরকার ছাত্রজনতার সরকার। একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্বাস করেন যে, ড. মুহাম্মদ ইউনূস বর্তমান রাষ্ট্রপ্রধানের বাইরে গিয়েও একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক, একজন অভিভাবক।
পদযাত্রার বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের ওপর হওয়া অন্যায়ের কথা শুনবেন এবং রাষ্ট্র থেকে তাদের দেওয়া প্রতিটি কথা পালনের নির্দেশনা দেবেন। সেজন্য এর আগে যারা অনশন করেছেন তারা আমন্ত্রণপত্র নিয়ে পায়ে হেঁটে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গিয়েছে।
২৪ ঘণ্টা/এএ/