শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

যে কাজই করি না কেন ভয়ংকর বিষয়টা চলে আসে: মেহজাবীন

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:০২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : রোমান্টিক কাজ বরাবরই কম করেন নির্মাতা ভিকি জাহেদ। তার কাজ মানেই রহস্য আর ভয়ংকর ঘটনার বিস্ময়কর মেলবন্ধন। এ বছর ভালোবাসা দিবসে রোমান্টিক-থ্রিলারে ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ভিকি। নাম  ‘নীল সুখ’। যেখানে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

সোমবার রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয়েছে ‘নীল সুখ’-এর গান ও ট্রেলার। সেই সঙ্গে জানানো হয়, ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৮ ফ্রেরুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’।

এসময় মেহজাবীন চৌধুরী বলেন, “ভালোবাসা দিবস উপলক্ষে আমরা অনেক কিছুই মাথায় রাখি। সেটা শুরু হয় ৭ তারিখ থেকেই। ভিন্ন ধরনের রোমান্টিক কাজ নিয়ে আসার চিন্তা থেকেই ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে কাজ করেছি। ভালোবাসা দিবস উপলক্ষে এটি নির্মাণ করা হলেও কয়েকদিন পর মুক্তি পাবে। কারণ, এই দিবসটি উপলক্ষে বহু কন্টেন্ট নির্মাণ হয়। সেগুলো যদি একসঙ্গে মুক্তি পায় তাহলে কোনোটাই দর্শক ভালোভাবে দেখতে পারবে না। তাই আমরা ভালোবাসা দিবসের কয়েকদিন পর মুক্তি দেওয়ার চিন্তা করেছি।’

নির্মাতা ভিকি জাহেদ কাজ মানেই রহস্য আর ভয়ংকর ঘটনা। এ নির্মাতার কাজে ভায়োলেন্স যেন আবশ্যক। ছুরি-চাকুর মতো ধারালো অস্ত্রও থাকে।যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’-এ। সবগুলোতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে খানিকটা মজার ছলে মেহজাবীন বলেন, ‘ভিকি জায়েদের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। যার হিসাব আমার কাছেও নেই। তিনি যে ধরনের কাজ করেন তাতে স্বাভাবিকভাবে ছুরি-চাকুর ব্যবহার থাকে। কাজ করতে করতে এই ছুরি-চাকু আমারও পছন্দের হয়ে গেছে। এখন যে কাজই করি না কেনো ঘুরেফিরে সেই ছুরি-চাকু বা ভয়ংকর বিষয় আসে। যাহোক, আজকে গান ও ট্রেলার দেখার পর দর্শক রোমান্টিক কিছুর আভাস পাবে। তবে পুরো ফিল্মে বেশ কয়েকটি লেয়ার আছে। যারা রোমান্টিক কিছু দেখতে চান তাদের এই কাজটি ভালো লাগবে। আর যারা ভিন্ন কিছু দেখতে চান তাদেরও কাজটি ভালো লাগবে।’

‘নীল সুখ’ ওয়েব ফিল্মে অর্পা ও মারুফ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান। প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তাঁরা।

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ওয়েব সিনেমাটি প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই নির্মাতা। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো কাজ হুমায়ূন আহমেদকে উৎসর্গ করলেন তিনি।

ভিকি জাহেদ বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমার একটি কাজ হুমায়ূন (আহমেদ) স্যারকে উৎসর্গ করব। অবশেষে সেটা সম্ভব হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়।’
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন