বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:২২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : রাজশাহীতে চলমান 'অপারেশন ডেভিল হান্ট'সহ নিয়মিত অভিযানের মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫৪ জনকে গ্রেপ্তার করেছে।

যৌথ বাহিনীসহ মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের যৌথবাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার  সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি) সদর দপ্তর হতে এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতে সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রেলগেটসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে তল্লাশি শুরু করা হয়।

রাতে যৌথবাহিনী নগরীর বিভিন্ন জায়গা হতে বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, কর্ণহার থানার শরিসাকুড়ি এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, দমকুড়া থানার নতুন মধুপুর এলাকার সাব্বির আহমেদ, দাম কুড়া থানার বিন্দারামপুর এলাকার রহিদুল ইসলাম ওরফে বিশাল।

অপরদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন