বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কামরাঙ্গীরচরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৫   ০৮:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর কামরাঙ্গীরচরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত কামরাঙ্গীরচরে ঠোটা মাঠে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।  সেনাবাহিনী জানায়, গত ১১ ই মার্চ রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ঠোটা মাঠে মেলা বসানো কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় সেখানে ককটেল বিস্ফোরণও করা হয়। এঘটনায় সেনাবাহিনীর টহল দল স্থানীয় চেয়ারম্যান মনিরের দলের ১২ জনকে আটক করে পুলিশে দেয়।

সেনাবাহিনী আরও জানায়, এ অভিযানে মনির চেয়ারম্যান এর বাসা থেকে ৪ টি অবিস্ফোরিত ককটেল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মনির চেয়ারম্যান পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।সেনাবাহিনী আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন থাকাকালীন সময়ে কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেয়া হবে না তা যে কোনো পরিচয়ধারীই হোক না কেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন