বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রামগড়ের কালাডেবায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:০০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলার রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা এলাকায়   আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল করিমের বসত বাড়ি। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আজ সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি পরিবারটির।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মোঃ সলিমুল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন