অনিন্দ্য আরিফ দিব্য : অভূতপূর্ব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পবিরেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন। ৮ ফেব্রুয়ারি শনিবার এই নির্বাচনে প্রতাপ-পেপিলন পরিষদ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ব্যববস্থাপনা কমিটি, অভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি এবং ঋণদান কমিটির ২২টি পদেই তারা জয়ী হয়েছেন। এই নির্বাচনে দুটি প্যানেলে মোট ৪৫ জন অংশগ্রহণ নিয়েছেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে আগষ্টিন প্রতাপ গমেজ ৪৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোয়েল চার্লস গমেজ পেয়েছেন ১৪৪৫ ভোট। পেপিলন হেনরি পিউরিফিকেশন ৪৮৬৯ ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অজমান্ড পিটার মণ্ডল পেয়েছেন ১৪০৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ডিউক প্রদীপ রোজারিও ৪৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী লিনুস রোজারিও পেয়েছেন ১৪০৫ ভোট। পচিালক অর্থ ও প্রশাসন পদে জেমস ডি রোজারিও [প্রাপ্ত ভোট ৪৬৫৩], ট্রেজার পদে ইউজিন কোড়াইয়া [প্রাপ্ত ভোট ৪৬৭১] এবং সদস্য পদে যথাক্রমে প্রদীপ আগষ্টিন গমেজ [প্রাপ্ত ভোট ৪৩৫৬], সুজয় পিউরিফিকেশন [প্রাপ্ত ভোট ৪৩৮৯], শুভ রঞ্জন চিসিম [প্রাপ্ত ভোট ৪০৪০], এইচ হিলারিশ হাউই [প্রাপ্ত ভোট ৩৯০৭], গিলবার্ট গমেজ [প্রাপ্ত ভোট ৪১৭৫], ডন ক্লারেন্স হাওলাদার [প্রাপ্ত ভোট ৪০৫৭] এবং লিংকার্স রোজারিও [প্রাপ্ত ভোট ৪৩২৯] নির্বাচিত হয়েছেন।
অভ্যন্তরীণ নীরিক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান পদে রবার্ট সাইমন গমেজ ৪৫৪১ ভোট এবং ৪৭৫৭ ভোট পেয়ে বীরেন বি গমেজ সেক্রেটারি পদে এবং সদস্যপদে মায়া মল্লিকা গাঙ্গুলী এবং রনী মাইকেল গমেজ নির্বাচিত হয়েছেন। ঋণদান কমিটির চেয়ারম্যান পদে আসিসিউস পালমা ৪৩৮১ ভোট ও সেক্রেটারি পদে উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু ৪৭৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যথাক্রমে সদস্য পদে রনী ফ্রান্সিস গমেজ, টমাছ টনী গমেজ ও লিনসন গমেজ নির্বাচিত হয়েছেন।
হাউজিংয়ের সফল চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন বলেছেন, শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুষ্ঠু রাখার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদাণ করতে পেরেছেন। প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নিতে ভোটাররা নির্বাচনে যোগ্য, সৎ এবং কর্মঠ প্রার্থীকেই বেছে নিয়েছেন। আমি বিজয়ী এবং বিজীত সকলকেই নির্বাচনে সহয়োগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সদ্যসাবেক সম্পাদক ইমানুয়েল বাপ্পী মন্ডল জানান, আমরা মনে করি এরচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন আশা করা যায় না। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আমরা আমাদের ওপর দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করেছি। বিজয়ীদের প্রতি আগাম শুভেচ্ছা রইলো।
প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদের নিরস্কুশ বিজয়ে সদস্যদের মধ্যে উৎসব ও উচ্ছ্বাসের আনন্দধারা বইছে। নির্বাচনে রেকর্ড ভোটে বিজয়ী সভাপতি পদপ্রার্থী আগষ্টিন প্রতাপ গোমেজ সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান রাখতে আমরা ঘোষিত ইশতেহারে ১১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার সর্বোচ্চ প্রচেষ্টা করব।
যুব সমাজের প্রতিনিধি সম্পাদক পদপ্রার্থী পেপিলন হেনরি পিউরীফিকেশন বলেছেন, আমাদের প্রতি ভোটারদের আস্থা ছিল বলেই আমরা বিজয়ী হয়েছি। আমাদের প্রতি ভোটারদের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং প্রার্থনা বৃথা যায়নি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছে সংগঠনের কল্যাণে সততা নিষ্ঠা নিয়ে আমাদের ওপর অর্ত দায়িত্ব যথাযথভাবে পালন করব।
২৪ঘণ্টা/আসো