মোয়াজ্জেম হোসেন রাসেল : নানা নাটকীয়তা আর আলোচনা-সমালোচনা শেষে এক ম্যাচের সমীকরণে দাড়িয়ে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবারের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিট্টাগাং কিংস। তামিম ইকবালের সঙ্গে লড়াইটা মোহাম্মদ মিথুনের দলের। জন্মভিটা দলের সঙ্গে লড়তে হচ্ছে খান সাহেবকে। ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ বলের নাটকীয় জয়ে বাজিমাত করে চিটাগাং। শেষ ওভারের জয়ের জন্য চিটাগাং কিংসের প্রয়োজন ছিল ১৫ রান। মুশফিক হাসানের করা ওভারের প্রথম বলে চার মেরে কিংস ভক্তদের স্বপ্ন দেখান আরাফাত সানি। তৃতীয় বলে আলিস আল ইসলাম রিটায়ার্ড হয়ে ওঠে গেলে উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শরিফুল। তবে পরের বলেই আউট হয়ে যান তিনি। ফলে আবারো মাঠে নামেন আলিস। তখন সমীকরণ দাঁড়ায় এক বলে চার রানে। শেষ বলে ডিপ এক্সট্রা কভার দিয়ে চার মেরে সেই সমীকরণ মিলিয়েছেন আলিস। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬৩ রান করেছেন শিমরান হেটমায়ার। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে চিটাগাং। ১৬৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগাং। ৪ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। একই পথে হেটেছেন গ্রাহাম ক্লার্কও। তাতে ৩৫ রানেই ২ উইকেট হারায় কিংসরা। তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় চিটাগাং। খাজা নাফি ও হোসেন তালাত মিলে যোগ করেন ৭০ রান। তালাত করেছেন ৪০ রান। আর নাফির ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৫৭ রান। এর আগে রংপুর রাইডার্সকে হতাশ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌছে যায় বরিশাল। ফাইনালে তামিম ইকবালের দল উড়িয়ে এনেছে নিউজিল্যান্ডের জিমি নিশামকে। এদিকে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল।
পুরো আসরেই দারুণ খেলেছেন তার কোচিংয়ে থাকা দলটি। টেস্ট খেলুড়ে দেশ হওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন বাবুল। ছিলেন মিডিয়াম পেসার, আর ক্যারিয়ার শেষে বাবুল এখন কোচ। বিপিএলের চলতি আসরে তিনি কোচিং করাচ্ছেন ফরচুন বরিশালকে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। বাবুলের কোচিংয়েই গত আসরের শিরোপা জিতেছিল দলটি। এবারও শিরোপা জিততে মড়িয়া। শিরোপা জয়ের এক ধাপ আগে দাঁড়ানো বরিশালের কোচ বাবুল আত্মবিশ্বাসী কন্ঠে বলেন, ’ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছিনা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে কেউই আসুক, আমাদের খেলতে হবে। আমি যদি বলি, একে চাই, ওকে চাই তাহলে অন্য একটা দলকে ছোট করা হবে। যে-ই আসুক, তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। দুই দলের প্রতিই শুভকামনা রইল। যারাই আসুক, তাদের সঙ্গে আমরা খেলব।’ গত আসরের অধিকাংশ ক্রিকেটারকে ধরে রেখেছে বরিশাল। দলের অধিনায়ক তামিম ইকবাল। রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়।
বিদেশীদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, মোহাম্মদ আলি, নিশামের মতো বিদেশি ক্রিকেটার। এমন একটি দল নিয়ে শিরোপা জিততেই পারে ফরচুন বরিশাল। তবে গত বছরের অধিকাংশ ক্রিকেটার ধরে রাখার ফলও পাচ্ছে, স্বীকার করেন মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘আমাদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। ইতিবাচক ফলাফল পাওয়ার কারণ হলো বন্ডিং। একটা দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন খেলতে আসে দলের প্রতি একটা ফিলিংস কাজ করে। এ দরদের থেকেই ফল বের হয়। আমাদের বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার।’ এদিকে প্রায় দেড় মাসব্যাপী বিপিএলের শেষের অপেক্ষা। ৪৬ ম্যাচের টুর্নামেন্টে বাকি আছে আর একটি ম্যাচ।
৭ দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে চট্টগ্রাম। বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। আর ফাইনালের ভেন্যুও থাকছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। টেলিভিশনে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। এ ছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপসে উপভোগ করা যাবে ম্যাচ। এ ছাড়া সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।
২৪ঘণ্টা/আসো