শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

শিশু চুরির কারণ জানালেন পুলিশ সুপার

প্রকাশিত - ১১ জুন, ২০২৪   ১০:৪৬ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

প্রভাত সংবাদদাতা, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে বসতঘরের সিঁধ 
কেটে আড়াই মাসের শিশু চুরির ১৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ 
ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি কিশোরগঞ্জের 
তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের। পুলিশ ও স্থানীয় 
সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন ও নাজমিন দম্পতির আড়াই মাস বয়সের 
শিশু জুনাইদকে ঘরের সিঁধ কেটে ৯ জুন শেষ রাতের দিকে কে বা কারা চুরি 
করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ও তাড়াইল থানা পুলিশ 
যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। সোমবার বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ 
সদর উপজেলার নীলগঞ্জ বেত্রাহাটি গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে 
শিশুটিকে উদ্ধার করে পুলিশ  এ ঘটনায় রুবেল ও তার শাশুড়িকে আটক করে 
পুলিশ।
শিশুটির মা নাজমিন জানান, সন্ধ্যা থেকে শিশুটি পেটের অসুখে ভুগছিল। 
কিছুক্ষণ পরপর ছটফট করে এদিক সেদিক করছিল। রোববার রাত দেড়টার 
দিকে শিশুটিকে খাইয়ে দুজনই ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় তার স্বামী সাজ্জাদ 
হোসেন কুমিল্লায় তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। ভোর রাত ৪টার 
দিকে ঘুম ভাঙলে মা নাজমিন তার সন্তানকে না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু 
করেন। এক পর্যায়ে ঘরে সিঁধ কাটা এবং সামনের দরজাটি খোলা দেখতে 
পান। কান্নাকাটি এবং চিৎকারের শব্দে প্রতিবেশিরাও ছুটে আসেন। মসজিদের 
মাইকেও শিশুটির সন্ধান চেয়ে ঘোষণা দেওয়া হয়। সকালে খবর দেওয়া হয় 
তাড়াইল থানায়। পরে গোয়েন্দা পুলিশ ও তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থল 
পরিদর্শন করে উদ্ধার অভিযানে নামে। সোমবার বিকাল ৪টার দিকে নীলগঞ্জ 
বেত্রাহাটি গ্রামের রুবেলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় 
শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন পুলিশ সুপার।
প্রভাত/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন