সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

তামাকখেতে নিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টাকারী গ্রেপ্তার

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ১১:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : লালমনিরহাটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত মেহের আলীকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী। মেহের আলীর বাড়ি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে মেহের আলী ওই স্কুলছাত্রীকে একটি তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ির লোকজন ও স্থানীয়রা টের পেয়ে মেহের আলীকে গণপিটুনি দেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন