শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ফেসবুকে পরীর পোস্ট ঘিরে ফের বিতর্ক

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৬:৩৩ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ঘন্টা অনলাইন : উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। এই মেলায় এবার যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল। স্টলের ঠিক পাশেই বসানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এই বিতর্ক আরও উসকে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। দেশজুড়ে রাজনীতিক থেকে সাধারণ জনগণ পর্যন্ত এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে শফিকুল আলম পোস্টটি মুছে ফেললেও থামেনি আলোচনা। ওই বিনে ময়লা ফেলার একটি ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এসবের পর ওই ময়লার বিন নিয়ে নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন।

এই বিতর্কে এবার যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সরাসরি ডাস্টবিন বিতর্কের প্রসঙ্গ উল্লেখ না করলেও, নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর, ময়লা আবর্জনা।’

২৪ঘন্টা/এএ/

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন