শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আ.লীগের সাবেক এমপি মিন্টু আরও এক হত্যা মামলায় গ্রেফতার

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৫   ০৮:৫২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইদুল করিম মিন্টুকে জামায়াত কর্মী তারেক হাসান হত্যা মামলা গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইদুলকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।  

এদিন তারেক হাসান হত্যা মামলায় মিন্টুকে গ্রেফতারের জন্য আদালতের কাছে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

মিন্টুর আইনজীবী শামসুজ্জামান তুহিন জানান, আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  তিনি দাবি করেন, জামায়াত কর্মী তারেক হাসান হত্যায় মিন্টু জড়িত ছিলেন না। পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছেন তিনি। ওই মামলার ১০ আসামির মধ্যে ৫ জন পুলিশ সদস্য।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় তারেক হাসানকে জেলা শহরের আলহেরা স্কুলের কাছ থেকে সাদা পোশাকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই বছরের ২৫ অক্টোবর সকালে স্থানীয় বাইপাস সড়কের ভুটিয়ার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা মাহফুজা খাতুন বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২৪ সালের ১১ জুন ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। তখন থেকে কারাগারে রয়েছেন মিন্টু। জুলাই বিপ্লবের পর তার বিরুদ্ধে নতুন করে আরও ৬টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন