২৪ঘন্টা অনলাইন : শরীয়তপুর জেলার গোসাইরহাট ইউনিয়নের সাইখ্যা বাজারের ভূমি অফিসের দেয়ালে জয় বাংলা লিখে রেখেছে দুর্বৃত্তরা। এছাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সাঁটার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ের দেয়ালেও 'জয় বাংলা, আ.লীগ আসবে' লেখা হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। এছাড়া ওই বাজারের একটি মসজিদের পাশের দেয়ালসহ দুইটি দোকানের দেয়ালে 'জয় বাংলা' লিখেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে লোকজন বাজারে এলে বিষয়টি নজরে আসে। ‘জয় বাংলা, আ.লীগ আসবে’ লেখাটি বিভিন্ন জায়গায় দেখা যায়। এছাড়া ভূমি অফিসের দরজার সামনে দেয়ালে লেখা ‘জয় বাংলা’।
এ বিষয়ে গোসাইরহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওবায়দুল বলেন, গতরাতে কে বা কারা দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে আমরা জানি না। সকালে অফিসে এলে বিষয়টি আমাদের নজরে আসে। গোসাইরহাট থানার ওসি মো.মাকসুদ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
২৪ঘন্টা/এআর