বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কপিল শর্মার নায়িকা হয়ে বলিউডে এলেন নিম্রত কৌর

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৫   ১০:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বলিউডে পাঞ্জাবি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিম্রত কৌর আহলুওয়ালিয়ার। এখন শোনা যাচ্ছে তিনি বলিউডে পা রাখতে যাচ্ছেন। আর তার অভিষেক হবে সুপারহিট উপস্থাপক ও অভিনেতা কপিল শর্মার নায়িকা হয়ে।

ব্লকবাস্টার কমেডি ‘কিস কিস কো পেয়ার কারো’ ছবির সিক্যুয়েলে জুট হয়ে কাজ করবেন নিম্রত ও কপিল।

এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানায়, ‘নিকমিত কৌর আহলুওয়ালিয়া ‘‘কিস কিস কো পেয়ার কারো ২’ ছবির কাস্টে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে তার নাম ছবিটির জন্য শক্তিশালীভাবেই উচ্চারিত হচ্ছে।

নিম্রতের জনপ্রিয়তা এবং আর্কষণীয় সৌন্দর্য-ফিগারের কারণে তাকেই যোগ্য হিসেবে ভাবছেন কপিল শর্মাও। তবে বলিউড হাঙ্গামা বলছে, এখনও ছবিটির ব্যাপারে আনুষ্ঠানিক কিছু ঘোষণা হয়নি। শিগগিরই বিস্তারিত জানানো হবে।
২৪ঘন্টা /এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন