শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

অধিকাংশ উপদেষ্টা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে না : মেজর হাফিজ

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ১০:৪৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : সরকারের অধিকাংশ উপদেষ্টা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, ১৭ বছর সংগ্রাম করার পর বিএনপিকে নিয়ে ছাত্র প্রতিনিধিরা যে ভাষায় কথা বলছে সেটি কাম্য নয়। নির্বচনের কথা বললে তাদের অনেকের গায়ে জ্বালা ধরে যায়।

পরিস্থিতি দেখে তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকার ৩০ বছর ক্ষমতায় থাকতে চায়। এই ইচ্ছা পরিত্যাগ করে দ্রুত নির্বাচনের পথে হাটতে সরকারকে আহ্বান জানান বিএনপির এই নেতা।

মেজর হাফিজ বলেন, নির্বাচনকে ভয় না পেয়ে জনগণের রায়ে আস্থা রাখতে হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন তিনি।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন