বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নারী-শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৫   ১০:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত কয়েকদিন ধরে চলমান নারী ও শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “বর্তমানের নারী ও শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই। আমরা যদি এখনই এ পরিস্থিতির উন্নতি করতে না পারি, তাহলে দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। এর জন্য তদন্ত করুন। এসব অপকর্মের সঙ্গে কোন পতিত ফ্যাসিবাদী শক্তি জড়িত কিনা তাও খুঁজে দেখুন।”

শনিবার (৮ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার সংগ্রামী নারী এবং জুলাইয়ের নারী শহীদ ও আন্দোলনকারীদের প্রতি বিশেষ সম্মানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত বই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “নারীরা সব সংগ্রামে সামনে থেকেছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি আছে যে, নারী ও সমাজের অন্যান্যদের ক্ষমতায়ন করা হবে। সমাজের সর্বক্ষেত্রে এবং এই ক্ষমতায়নের হার পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে।”

বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তাজমেরী এস ইসলাম বলেন, “বর্তমানে সারা বিশ্বে সকল নারীর মধ্যে মাত্র ৩০ শতাংশ নিরাপদে আছে। বাকিরা এখনো নিরাপত্তার সীমার নিচে বসবাস করে। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেছে এমন নেতা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় নারীদের এগিয়ে দিতে কাজ করেছেন বেগম খালেদা জিয়া। একজন নারী সফলতার সর্বোচ্চ শিকড়ে পৌঁছাতে যা যা গুণ দরকার, তার কিছু বেগম খালেদা জিয়ার মধ্যে আছে। তিনিই নারীদের এম্পাওয়ারম্যান্ট নিয়ে কাজ করেছিলেন।”

বিশেষ অতিথি হিসেবে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, “এরশাদবিরোধী আন্দোলনে সবার আগে কারফিউ ভেঙেছিল নারীরা। নারী দিবসের এই দিন স্মরণীয় হয়েছে ভোটের আন্দোলন করেছিল বলে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সেই ভোটের দাবি করছি। আজকের এই দিনে এটাই আমাদের সবার দাবি।”

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে নির্যাতনের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বলেন, “আমি করোনাকালীন সময়ে ১৫ মাস জেল খেটেছি। আমরা নারী স্বাধীনতা অবশ্যই চাই কিন্তু সেটা কোন দিক থেকে? আমরা দেখতে পাই, নারী স্বাধীনতায় বলা হয় একজন পুরুষ যেভাবে স্মোক করছে আমাকেও সেভাবে করতে দিতে হবে। এ ধরনের নারী স্বাধীনতাকে আসলে নারী স্বাধীনতা বলা যায় না। গণঅভ্যুত্থানের পরে সবকিছুর ডকুমেন্টেশন আছে, সব তথ্যই রয়েছে। তারপরও কতজনকে বিচারের আওতায় আনা গেছে? এটি অত্যন্ত দুঃখজনক।”

ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামীসহ ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা। ‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ স্লোগানে আয়োজিত বইমেলায় বাংলাদেশের ১৫টি বিখ্যাত প্রকাশনা সংস্থার স্টল রয়েছে। সেখানে ২৫ শতাংশ ছাড়ে বই পাওয়া যাচ্ছে। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ থাকছে ১০টি স্টল।

ঢাবি ছাত্রদল জানিয়েছে, জুলাই আগস্টসহ বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেসব নারী শহীদ হয়েছে এবং নিপীড়নের শিকার তাদেরকে উপজীব্য করে বই মেলার আয়োজন করা হয়েছে। বই মেলায় থাকছে নারীদেরকে নিয়ে বিভিন্ন বই ও আন্দোলন সংগ্রামের চিত্র প্রদর্শনী। এছাড়া বাংলাদেশ নারী উন্নয়নে খালেদা জিয়া অবদানকে তুলে ধরতে মেলা রয়েছে বেগম খালেদা জিয়া কর্ণার। সেখানে তাকে নিয়ে লেখা বই রয়েছে। একইসঙ্গে বইমেলায় নারী লেখকদের গল্প, উপন্যাস, কবিতা ক্যাটাগরিতে দেওয়া হবে সম্মাননা ও পুরস্কার।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন