শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

শিল্পীদের এত বাধা কেন আসবে, প্রশ্ন পরীমনির

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৫   ১১:১৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। এরপর চাপের মুখে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে পরীমনির শোরুম উদ্বোধনের কথা ছিল। এটি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে পরীমনি লিখেছেন, ‘এতো চুপ করে থাকা যায় নাকি।’

পরীমনি আরো লিখেছেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা।’

তিনি পোস্টে বলেছেন, ‘মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?’

তিনি এ-ও বলেন, ‘কী বলার আছে আর... এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে।
তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন। নাকি এখন হচ্ছি? কোনটা?’

এই দায়ভার সবার নিতে হবে বলেও মন্তব্য করেন চিত্রনায়িকা।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন