বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০১:০১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাড়িয়েছে। ভূমিকম্পের এ ঘটনায় আহত হয়েছেন প্রায় এক হাজার জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণলায় এ তথ্য জানিয়েছে। সেইসঙ্গে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এএফপি জানায়, গত সোমবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে বলখ ও সামাঙ্গন প্রদেশ কেঁপে ওঠে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর নয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য প্রচেষ্টা এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন