বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলাকারী সেই মুত্তাকিন গ্রেপ্তার

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৫   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফরিদপুরের আলোচিত অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডঃ শাহিন জোয়ারদারের উপরে হামলার ঘটনায় প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি জানান, কোতোয়ালী থানার পুলিশ উপপরিদর্শক ফাইন ফয়সালের নেতৃত্বের পুলিশ দল মুস্তাকিমকে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে। এই ঘটনায় ৬ জন আসামির মধ্যে এর আগে আরও চারজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মুত্তাকিন পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের পুত্র। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডাক্তার শাহিন জোয়ারদারের উপরে হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি৷ এ ঘটনায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন