মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মেসি ছাড়াই ব্রাজিল ম্যাচের আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৫   ১০:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আর্জেন্টিনা যখন উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। কেননা চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন দেশটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের এই দলে নেই লিওনেল মেসি। বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হলেও, আর্জেন্টাইন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ব্রাজিলের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের জন্য। তবে শেষ মুহূর্তে চোটের কারণে আন্তর্জাতিক বিরতিতে অংশ নিতে পারছেন না মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে স্কোয়াড ঘোষণা করার সময় মেসির না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। DSports Radio-র নানি সেনরা জানিয়েছেন, ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলার সময় চোট পান মেসি।

শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি, গোলও করেছিলেন এবং পুরো ৯০ মিনিট খেলেছিলেন, যদিও সম্প্রতি তিনি পেশির ক্লান্তিতে ভুগছিলেন। কিন্তু ESPN আর্জেন্টিনার প্রতিবেদন অনুসারে, ম্যাচ-পরবর্তী এমআরআই স্ক্যানে তার অ্যাডাক্টর মাংসপেশিতে ছোটখাটো চোট ধরা পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আর্জেন্টিনার মেডিকেল টিম তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এটি মেসির প্রথম অনুপস্থিতি নয়; ২০২৪ সালের সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচও তিনি লিগামেন্ট ইনজুরির কারণে খেলতে পারেননি। এবার উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে তাকে ছাড়া মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। এখন দেখার বিষয়, লিওনেল স্কালোনির দল কেমন পারফর্ম করে তাদের মহাতারকার অনুপস্থিতিতে।

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচে ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি।  
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন