মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অবৈধ দখলদারিত্বে ঐতিহ্য হারাচ্ছে মিঠাছড়া বাজার

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৫   ১০:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিঠাছরা বাজার অবৈধ দখলের কবলে পড়ে পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ এই বাজারে আসেন, কিন্তু দীর্ঘদিন ধরে বাজারের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রশাসন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও, কিছুদিনের মধ্যেই আবারও এসব স্থাপনা নতুন করে গড়ে ওঠে। সওজ সূত্রে জানা গেছে, মিঠাছরা বাজারের হাবিব ফার্মেসীর মালিক নুরুল মোস্তফা পলাশ, রেজাউল করিম এবং রিমা এন্টারপ্রাইজের মালিক আতাউর রহমান খান, আসলাম চৌধুরী, হানিফ ও ঈসাকে অবৈধভাবে সরকারি সম্পত্তি দখলের দায়ে নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তারা সরকারি সম্পত্তি দখল করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে, যা সড়কের ক্ষতির পাশাপাশি জনসাধারণের সার্বিক অধিকার ক্ষুণ্ণ করছে। সওজ বিভাগ তাদের সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে, তবে এখনো পর্যন্ত এসব নির্দেশ মানা হচ্ছে না।

অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জোহরা নামের এক পথচারী জানান, রিমা এন্টারপ্রাইজের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তিনি বলেন, মিঠাছরা বাজার ঐতিহ্যবাহী হলেও এখন এটি দখলদারদের কবলে পড়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক সওজের এক কর্মকর্তা জানান, তারা নিয়মিতভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ জারি করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে অবহিত করা হয়। কিন্তু দখলদাররা এসব নোটিশকে গুরুত্ব দিচ্ছে না।চট্টগ্রামের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী বলেন, অবৈধভাবে সড়কের জায়গা দখলকারীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা না আসে।

স্থানীয় বাসিন্দারা এবং বাজারে আসা পথচারীরা প্রশাসনের প্রতি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, কঠোর ব্যবস্থা না নিলে অবৈধ দখলদাররা বারবার একই কাজ করবে এবং সাধারণ মানুষকে এর ভোগান্তি পোহাতে হবে। প্রশাসনের কার্যকর ভূমিকা এবং শক্তিশালী মনোভাবই পারে মিঠাছরা বাজারের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন