২৪ ঘণ্টা অনলাইন : বাজারে এসেছে ভিভোর ভি সিরিজের পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ভিভো ভি৫০ ফাইভ জি নামের এই স্মার্টফোনে আছে জাইসের অল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ভিভো ভি৫০ ফাইভ জিতে আছে ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফোনটিতে থাকা সবগুলো ক্যামেরাই জাইসের ৫০ মেগাপিক্সেলের।
ফোনটিতে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর রয়েছে। ১২জিবি র্যাম ও ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম এবং ২৫৬ জিবি রমের স্মার্টফোনটির দাম পড়বে ৬২,৯৯৯ টাকা।
২৪ ঘণ্টা/এআর