সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

স্বাধীনতা দিবসে থাকছে না কোনো কুচকাওয়াজ

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ০৪:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চলতি বছরের স্বাধীনতা দিবস উদযাপনে কোনো কুচকাওয়াজ অনুষ্ঠান থাকছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার, ১৬ মার্চ দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ তথ্য জানান।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না। স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না, জানতে চাইলে সচিব বলেন, আমি কোনো ঝুঁকি দেখছি না।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন