শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশে এসে যা করবেন হামজা

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ০১:৪২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর প্রথম দুটি দিন তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবলে কাটাবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন, ২৭ বছর বয়সী এই ফুটবলার ১৭ মার্চ সকালে দেশে পৌঁছাবেন এবং ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেকের আগে দুদিন তার পূর্বপুরুষের বাড়িতে থাকবেন।

ফাহাদ করিম বিষয়টি একটি পত্রিকাকে জানিয়েছেন, ‘হামজা চৌধুরী ১৭ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটে নামবেন। তার সঙ্গে তার মা, স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের মোট নয়জন সদস্য থাকবেন। আমাদের নির্বাহী কমিটির চার-পাঁচজন সদস্য তাকে গ্রহণ করতে সেখানে উপস্থিত থাকবেন। তার জন্য একটি বিশেষ গাড়ির ব্যবস্থা থাকবে, যা তাকে বাহুবলে নিয়ে যাবে, যেখানে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন।’

তিনি আরও জানান, ‘হামজা সেখানেই রাত কাটাবেন এবং ১৮ মার্চের পুরো দিনটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তার পরিবারের সঙ্গে কাটাবেন।’ এরপর হামজা ১৮ মার্চ রাত বা ১৯ মার্চ সকালে ঢাকায় এসে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এরপর দলের ফটোশুট ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে হামজা ও কোচ হাভিয়ের ক্যাবরেরা মিডিয়ার মুখোমুখি হবেন। শেফিল্ড ইউনাইটেডের এই তারকার আগমন ও অবস্থানের জন্য সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে করিম নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রশাসনের কাছে তার নিরাপত্তার বিষয়ে চিঠি পাঠিয়েছি। নির্বাহী কমিটির সদস্যরা কাল সিলেটে গিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন