শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৫   ১১:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জয়া আহসান আওয়াজ ছাড়া খুব নীরবে নিজের কাজটি করে যাচ্ছেন। দুই বাংলার কাজই সমানতালে করছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ‘জিম্মি’ ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘মহানগর’খ্যাত পরিচালক আশফাক নিপুণ। প্রথমবার এই নির্মাতার নির্দেশনায় অভিনয় করলেন জয়া।

আশফান নিপুণের ওয়েব সিরিজে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, “নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষয় খেয়াল করি। এগুলো হলো— গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’ সিরিজে সবকটি মনমতো পেয়েছি।” জয়া আহসানের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা ব্যাখ্যা করে আশফাক নিপুণ বলেন, “জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।”

সরকারি নিম্নপদস্থ এক কর্মচারী। গত এক দশকে তার কপালে প্রমোশন জোটেনি। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। তবু তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকার বাক্স পান ওই নারী। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এই চরিত্রে অভিনয় করেছেন জয়া।এ ছাড়াও ওয়েব সিরিজে আর কে কে অভিনয় করেছেন তা জানাননি আশফাক নিপুণ। আগামী ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন