শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে পাহাড়-পর্বত অতিক্রম করা সম্ভব : বগুড়া জেলা বিএনপি সভাপতি

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৫   ১০:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে পাহাড়-পর্বত অতিক্রম করা সম্ভব। জুলাই-আগস্ট গণ আন্দোলনে ছাত্ররা নিজেদের জীবন বিপন্ন  করে, বুকের তাজা রক্ত দিয়ে, প্রমাণ করেছে তারা অদম্য, তারা গণতন্ত্রের দুঃসাহসিক যাত্রী। তারাই বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জাতি তাদেরকে  ইতিহাসের অমর সৈনিক হিসেবে স্মরণ করবে।

আজ শনিবার সরকারি আজিজুল হক কলেজ মাঠে বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির  সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করেছে। রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে লুটপাট চালিয়েছে। দেশটাকে করদরাজ্য আর দেশের মানুষকে শেখ পরিবারের দাসত্বে পরিণত করতে চেয়েছিল। ছাত্র জনতা বিপ্লবের চেতনায় জেগে উঠেছিল বলেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ছাত্ররা ঐক্যবদ্ধ হলে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে সেটি আবারো প্রমাণিত হলো।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন