শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা কানাডার

প্রকাশিত - ১৩ মার্চ, ২০২৫   ১০:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে কানাডা। দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক সমর্থন চাওয়ার প্রেক্ষাপটে কানাডা এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে কানাডা সরকার জানিয়েছে, সিরিয়া একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। গণতন্ত্রায়ণ, স্থিতিশীলতা অর্জন এবং মানবিক সহায়তা প্রদানে দেশটিকে সহযোগিতা করতে আগামী ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

কানাডা সরকার জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গঠনে তাদের সমর্থন অব্যাহত থাকবে। মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটি আট কোটি ৪০ লাখ কানাডীয় ডলারের একটি তহবিল গঠন করছে।অটোয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত স্টেফানি ম্যাককলামকে সিরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

নিষেধাজ্ঞা শিথিলের অংশ হিসেবে ছয় মাসের জন্য একটি সাধারণ আদেশ জারি করতে যাচ্ছে কানাডা। এর ফলে, সিরিয়ায় গণতন্ত্রায়ণ, স্থিতিশীলতা এবং মানবিক সহায়তা সংক্রান্ত আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হবে। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ কিছু আর্থিক প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের আওতায় থাকবে।

উল্লেখ্য, সিরিয়ায় দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গত বছরের শেষদিকে আল কায়েদার সাবেক সহযোগী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)-এর ব্যাপক হামলায় আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। এরপর দামেস্কের প্রতি বিভিন্ন দেশের অবস্থান পরিবর্তিত হতে দেখা যায়।

বর্তমানে সিরিয়ার শাসক গোষ্ঠী এইচটিএসের নেতা আহমেদ আল-শারা। যদিও ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এই গোষ্ঠী, তবে তাদের বিরুদ্ধে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে আলওয়াইট গোষ্ঠীর শত শত মানুষকে হত্যা করার অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, কানাডার এই সিদ্ধান্ত সিরিয়ায় নতুন শাসনব্যবস্থাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার অংশ হতে পারে। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন