২৪ ঘণ্টা অনলাইন : জামালপুরে আদালত চত্ত্বরে আইনজীবীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা জজ আদালত চত্ত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে৷জানা গেছে, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের ঘটচনার বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যায় তারা।এসময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আহত আইনজীবীরা হলেন- খলিলুর রহমান (৮০), আব্দুল আওয়াল (৫৫), ওমর ফারুক (৪৭), নজরুল ইসলাম তরফদার (৫৫) ও আইনজীবীর সহকারী রুকনুজ্জামান (৪০)। বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ইমন (২০), ইশান (১৫), মোয়াজ (১৯), হৃদয় (২৩), তারেক (২৩) ও শিশির আহত হয়েছেন।
২৪ ঘণ্টা/এআর