২৪ঘণ্টা অনলাইন : রাজশাহীর তানোর উপজেলায় এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের আসামি খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৯ মার্চ) ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার খাইরুল ইসলাম তানোর উপজেলার সরনজাই এলাকার সাজ্জাদের ছেলে।
র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে মেইল ও হোয়াটঅ্যাপে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মার্চ সন্ধ্যায় তানোর থানাধীন সরনজাই হঠাৎপাড়া গ্রামের হান্নান হাজীর গভীর নলকূপের বারান্দায় এক তালাকপ্রাপ্ত নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে আসামি খাইরুল ইসলাম পলাতক ছিলেন।
র্যাবের একটি বিশেষ দল গোদাগাড়ী থানাধীন কাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে তানোর থানায় হস্তান্তর করা হলে তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে সোপর্দ করেন। আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৪ঘণ্টা/এআর