২৪ ঘণ্টা অনলাইন : জেলার বোয়ালখালী উপজেলায় খালের মাঝে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে মোহাম্মদ ইউনুচ (৭৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কধুরখীলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট এলাকায় একটি খালের মাঝে কৃত্রিম বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এতে বোরো মৌসুমে চাষাবাদের সেচ কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
অভিযানের সময় অবৈধ বাঁধ ভেঙ্গে দেয়া হয় এবং স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নির্মাণকারী মোহাম্মদ ইউনুচকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানা পুলিশ।
২৪ ঘণ্টা/এআর