শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

প্রধান উপদেষ্টার ২ জন নতুন বিশেষ সহকারী নিয়োগ

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৫   ১০:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুইজন নতুন বিশেষ সহকারী নিয়োগ করেছেন। প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী দু’জন হলেন-শেখ মইনদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আজ এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত বিশেষ সহকারীরা উপদেষ্টাদের সহায়তা করবেন। সড়ক পরিবহন ও সেতু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করার জন্য তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ওই দুইজন বিশেষ সহকারী নিয়োগ করেন রুলস অব বিজনেস, ১৯৯৬ এর অধীনে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন শেখ মইনদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রী হিসেবে বেতন, ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন