শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নীলফামারীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৫   ০৯:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলায় আজ ভ্রাম্যমান ট্রাকে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)- এর পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা শহরে ডিসির মোড়ে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও যুগ্ম-আহ্বায়ক সাইয়েদুজ্জামান বাবু, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা শহরের পাঁচটি পয়েন্টে ২৫ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিটি পয়েন্টে কার্ড ছাড়াই চারশ’ জন মানুষ জনপ্রতি দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি ডাল, এককেজি চিনি ও দুই কজি ছোলা ৪৫০ টাকায় ক্রয় করতে পারবেন।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন