বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যশোরে রমজান ও ঈদ নির্বিঘ্ন করতে পুলিশের দ্বিগুণ ফোর্স, থাকবে বিশেষ টিম

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৫   ০৯:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পবিত্র রমজান ও আসন্ন ঈদ নির্বিঘ্ন করতে জেলার ৯টি থানায় পুলিশের ফোর্স দ্বিগুণ করা হয়েছে। নিয়মিত এই ফোর্সের পাশাপাশি ছদ্মবেশে মাঠে থাকবে বিশেষ টিম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় নিয়মিত পুলিশী কার্যক্রমের সাথে অতিরিক্ত সাতশ’ ফোর্স মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ২৫টি টিম পায়ে হেঁটে টহল দিচ্ছে। পাশাপাশি ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক ফোর্স কাজ করছে। সার্বক্ষণিক ‘রেডি টু মুভ’ ও ‘কুইক রেসপন্স টিম’ প্রস্তুত আছে।

তিনি বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’ চলমান রয়েছে। এরসাথে ঈদকে সামনে রেখে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলমপার্টির অপতৎরতা রোধে বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ স্থাপনে উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে।তিনি আরও জানান, জেলার নওয়াপাড়া নৌবন্দর ও বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষভাবে নজর দেয়া হচ্ছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন