শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নরসিংদীতে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৫   ০৯:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় "সেনারগা ফিলিং স্টেশন" নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর এবং এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে নরসিংদী অঞ্চলের ২২টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ রেখেছে স্টেশন মালিকরা। গ্যাস, পেট্রল, ডিজেল অকটেনসহ সব ধরণের পরিবহন জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পণ্য ও যাত্রিবাহী পরিবহনগুলো। সোমবার বিকাল ৫টার পর থেকে আজ মঙ্গলবারও বন্ধ রয়েছে ফিলিং স্টেশনগুলো।

সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন নরসিংদী জোন জানায়, দুপুরের আগে গ্যাসের কম চাপের অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুর্বৃত্তরা। এ সময়, তারা মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মচারিরা।ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন