২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। এসময় তাদের গুলিতে আহত হয়েছেন ৫ জন। সোমবার রাত সাড়ে দশটার দিকে সাতকানিয়ার এওচিয়ার ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে তারাবির নামাজ শেষে চার থেকে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশায় অস্ত্র হাতে ৩০ জনের ব্যক্তিকে দেখতে পান মুসল্লিরা। পরে মসজিদের মাইক থেকে ডাকাতের বিষয়টি ঘোষণা দেয়া হয়।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ওই দলের সদস্যরা গুলি করে। গুলিতে আহত হন পাঁচজন। পরে পালিয়ে যাবার সময় দুইজনকে আটক করে গণপিটুনি দেয়া হলে ঘটনাস্থলেই মারা যান তারা।নিহত দুইজনের পরিচয়ও পাওয়া গেছে। তাদের নাম নেজাম উদ্দিন ও আবু ছালেক।
২৪ ঘণ্টা/এআর