শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ছয় ডাকাত গ্রেফতার

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১০:৫৫ পিএম
webnews24

  ২৪ঘণ্টা অনলাইন : নওগাঁ জেলা পুলিশ জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই, দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. শামীম ইসলাম সব্দুল (২৭), শ্রী রঞ্জিত চন্দ্র বর্মন (৩০), মো. আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭), মো. শাহারুল ইসলাম (৩৭), মো. শহিদুল ইসলাম (৪০) এবং মো. শাহাদাত হোসেন (৪০)।

উক্ত অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম গতকাল নওগাঁসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন