শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল সমীকরণ

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১০:৪৯ পিএম
webnews24

মোয়াজ্জেম হোসেন রাসেল : নানা অভিযোগ আর অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পেয়েছে। শক্তিতে কিছুটা পিছিয়ে থাকা অজিরা ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা রোহিত শর্মার দল ফাইনাল নিশ্চিতের ম্যাচেই মাঠে নামবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর ৩ টায় ম্যাচটি শুরু হবে। বৃষ্টির কথা মাথায় রেখে ৫ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠত হবে বুধবার। এর আগে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং একেবারে ঠিকঠাক হয়েছে এমনটা দাবি করতে নিশ্চিতভাবেই চাইবে না ভারতের টিম ম্যানেজমেন্ট। পুরো ৫০ ওভার ব্যাটিং করেও ২৫০ স্পর্শ করতে পারেনি দলটা। গৌতম গম্ভীর তাতে খুশি হবেন না, এটা অনেকটাই নিশ্চিত। এমন এক পারফরম্যান্সের পরেও অবশ্য ভারতের জয় পেতে খুব একটা সমস্যা হয়নি।

দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে বরুণ চক্রবর্তীর দুর্দান্ত স্পেলে ভারত জয় পেয়েছে ৪৪ রানের বড় ব্যবধানে। আর তাতে নিশ্চিত হয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইনআপ। যেখানে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছে ভারত। রবিবারের ম্যাচের পর এক দিনের বিরতি পাচ্ছে টিম ইন্ডিয়া। এরপরেই নামতে হচ্ছে সেমিফাইনালের বিগ ম্যাচে। এই ম্যাচের পর ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে সবার ওপর দক্ষিণ আফ্রিকা। আর দিতীয় স্থানে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই পেস বোলিং কোচ হারায় ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ফেরেন মর্নে মরকেল। তবে সেমিফাইনালে নামার আগে রোহিত শর্মার দলে আবারও ধাক্কা। এবার টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলটি হারিয়েছে টিম ম্যানেজারকে। ট্রফির মিশনে আসা ভারত এখন মোটে দুধাপ দূরে। সেমিফাইনালে তারা লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এরআগে গ্রুপসেরা হতে ভারত কুপোকাত করে নিউজিল্যান্ডকেও। সেই ম্যাচ চলাকালে দুবাইয়ে খারাপ খবরটি শোনেন দলের ম্যানেজার আর দেবরাজ, তার মা মারা গেছেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলার সময়েই বোঝা গিয়েছিল ম্যাথু শর্টের ইনজুরি, তার টুর্নামেন্ট শেষের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অধিনায়ক স্টিভ স্মিথও। অস্ট্রেলিয়ার অধিনায়কের কথাই শেষ পর্যন্ত সত্যি হলো। ঊরুর চোটের কারণে ম্যাথু শর্টকে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দেখার সম্ভাবনা নেই। এমনকি অস্ট্রেলিয়া ফাইনালে গেলেও খেলতে পারবেন না শর্ট। ভারতের বিপক্ষে সেমিফাইনালের একদিন আগে অস্ট্রেলিয়া দলে তাই নতুন সংযুক্তি ঘটেছে। শর্টের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন কুপার কনোলি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টি ভেস্তে গেছে। এ ছাড়া আরও কয়েকটি ম্যাচে বৃষ্টির ঘনঘটা ছিল। অনেকেরই প্রশ্ন জাগছে, সেমিফাইনালের লড়াইয়ে বেরসিক বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানেই হচ্ছে। স্বস্থির খবর হচ্ছে, শেষ চারের লড়াইয়ের জন্য রিজার্ভ ডে থাকছে।

এবারের আসরের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ৪ মার্চ। মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। বিকাল ৩টা দুবাই এই ম্যাচ গড়াচ্ছে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে  বিকাল ৩টায় লাহোর।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন