বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৮:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলার মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 'কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প'র বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে 'বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)'।উপজেলার হাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে গত রোববার সকাল ১০টায় শুরু হয়ে মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত ৩ দিনের এ প্রশিক্ষণ সমাপ্ত হয় ।প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য ফলিত পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য ও জীবন চক্রে পুষ্টিসহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ

ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রশিক্ষক দীপ্রজিত সরকার ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কাওছার আহমেদ প্রমূখ।প্রশিক্ষণে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর'র কর্মকর্তা,সাংবাদিক, তথ্য সেবা সহকারী, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন