২৪ ঘণ্টা অনলাইন : বাগেরহাটের চিতলমারীতে দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে আহত বিএনপি কর্মী নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকায় ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরচিংগুড়ী গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহত নুর ইসলাম শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ী গ্রামের জলিল শেখের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার কলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতা গোলাম কিবরিয়া মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নুর ইসলাম শেখ গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে ১০ দিন পর তিনি মারা যান। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি শাহাদাৎ হোসেন।
২৪ ঘণ্টা/এআর