বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এডিবি কান্ট্রি ডিরেক্টর-আইসিসিবির নেতাদের বৈঠক

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং আইসিসি বাংলাদেশের (আইসিসিবি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এতে আইসিসি বাংলাদেশ ও এডিবির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সহসভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ, সহসভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, নির্বাহী বোর্ডের সদস্য-সোহাগপুর টেক্সটাইল মিলসের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ইভিন্স গ্রুপের এমডি আনোয়ার-উল-আলম চৌধুরী, প্লামি ফ্যাশনসের এমডি মো. ফজলুল হক, মীর আক্তার হোসেনের এমডি মীর নাসির হোসেন, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, এমবি নিট ফ্যাশনের এমডি মোহাম্মদ হাতেম এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের এমডি মোহাম্মদ আবদুল জব্বার, আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান, এডিবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ। এর আগে ঢাকার গুলশানে আইসিসি বাংলাদেশের কার্যালয়ে সম্প্রতি এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ংকে স্বাগত জানান আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান

সভায় আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, এডিবি বহু বছর ধরে আইসিসি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে। ২০০০ সালে এডিবির তৎকালীন প্রেসিডেন্ট তাদাও চিনো ঢাকায় অনুষ্ঠিত ‘আইসিসি এশিয়া কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ’-এ অংশ নিয়েছিলেন। এরপর ২০১৫ সাল থেকে এডিবি ও আইসিসি বাংলাদেশ যৌথভাবে ট্রেড ও সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় বিভিন্ন কর্মশালা ও সম্মেলন আয়োজন করে আসছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে। বাণিজ্যের ডিজিটালাইজেশন, আর্থিক সুবিধা বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক চর্চার ক্ষেত্রে আইসিসি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
গৃহস্থালি পণ্য রপ্তানি